ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বাগান থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১ এএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

গাজীপুরের দেশিপাড়ার একটি বাগান থেকে মা ও মেয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার রাতে তাদেরকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতদের মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শিশুটির গলার সামনের দিকে এবং নারীর গলার দুই পাশ দিয়ে কাটা রয়েছে। নিহত নারীর পরনে মেরুন রংয়ের বোরকা ও শিশুটির গায়ে কালো রংয়ের জামা রয়েছে। 

আনুমানিক ২৭-২৮ বছরের ওই নারী এবং ৩-৪ বছরের মেয়ে শিশুটির পরিচয় ও খুনের কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, বুধবার রাতে গাজীপুরের দেশিপাড়া এলাকার নির্জন একটি টেকে শিশুসহ এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শিশুসহ ওই নারীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর লাশ সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা, ধারণা পুলিশের।

এএইচ/