ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

পাইপের ভেতর থেকে বের হলো লাখ লাখ টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ভারতের কর্নাটকের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাড়ি এবং অফিস থেকে অবৈধ সোনার গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানের মধ্যেই এ সময় এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে পানির পাইপের ভেতর থেকে উদ্ধার করা হয় লাখ লাখ নগদ অর্থ।

অপরাধ দমন শাখার এক কর্মকর্তা জানান, ‘‘সাড়ে তিন কোটি টাকার গয়না ছাড়াও প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দফতরের এক প্রকৌশলীর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৩ লাখ রুপি।’’

তার বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, পানির পাইপের ভেতর থেকে রাশি রাশি কাগুজে নোট বের করছেন দমন শাখার কর্মকর্তারা। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার অপরাধ দমন শাখার প্রায় চারশ কর্মকর্তা কর্নাটকের ৬০টি জায়গায় অভিযান চালিয়েছেন। 

সূত্র: জি নিউজ
এমএম/এসবি