ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

শ্রীমঙ্গলে সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশায় সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

আগামী ২৮ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর উপর সতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান মেয়র এবং সতন্ত্র মেয়র প্রার্থী মহসীন মিয়া মধু।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্টর কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, তিনি সুষ্ঠ একটি নির্বাচন চান। ভোটের আগেই তার ভোটার ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি মিথ্যে বানোয়াট তথ্য দিয়ে ফেইসবুকিং করা হচ্ছে। তার বাসার সামনে মটোরসাইকেল সো ডাউন করে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। 

তিনি আশংকা করছেন ভোটের দিন বহিরাগতরা কেন্দ্রের বুথে প্রবেশ করে ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাপ সৃষ্টি করবে। তাই তিনি এ ব্যাপারে প্রশাসন ও গণমাধ্যমের দৃষ্টি আর্কশন করেন।

এ ব্যাপারে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এ অভিযোগ মিথ্যা বলে জানান।

আরকে//