নৌকা মার্কায় ভোট দিলে শ্রীমঙ্গলের উন্নয়ন অনিবার্য
মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
যে উন্নয়ন করতে পারবে মানুষ তাকেই ভোট দিতে চায়। বাংলাদেশে আজকের যে উন্নয়ন সেটা নৌকা মার্কার সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। এই শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নের জন্য নৌকামার্কার প্রার্থী সৈয়দ মনসুরুল হকের বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পেট্টল পাম্প চত্ত্বরে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর সমর্থনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি আরো বলেন, নৌকা মার্কায় ভোট দিলে শ্রীমঙ্গলের উন্নয়ন অনিবার্য।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর সামাদ আজাদ ডন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, নৌকা মার্কার প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউছুপ আলী, সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আছকির মিয়া, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি আব্দুল হাকিম সোলেমান, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি শহদি হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, বর্তমান সভাপতি মসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
সভায় স্বাগত বক্তব্যদেন পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন। এ ছাড়াও সভায় সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র বৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় পৌর এলাকার ৯ ওয়ার্ডের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় সকল বক্তরা একজন সৎ শিক্ষিত যার হাত দ্বারা শ্রীমঙ্গলের নিরঙ্কুশ উন্নয়ন সাধিত হবে সেই অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান রাখেন।
আরকে//