ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

স্বাশিপের কমিটিতে স্থান পেলেন সাত নারী শিক্ষক নেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার

স্বাশিপের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে প্রেসিডিয়াম ও সম্পাদক মন্ডলিতে স্থান পেয়েছেন সাত জন নারী শিক্ষক নেত্রী।

স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যনিবার্হী সংসদের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী মিসেস মেহেরুন্নেছা, মহিলা সম্পাদিকা-ঢাকার  নজরুল শিক্ষালয়ের প্রধান শিক্ষয়িত্রী আকলিমা জাহান, সেমিনার সম্পাদক হয়েছেন- ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলারা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, গবেষণা সম্পাদক হয়েছেন- কুষ্টিয়া ঝাউদিয়া কলেজের অধ্যক্ষ নুরজাহান শারমীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক হলেন ঢাকা অগ্রনী হাইস্কুলের সঙ্গীতা বিশ্বাস।         

এ ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সহকারী অধ্যাপক সেরীনা বিথী। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর, ২০২১ ইং অনুষ্ঠিত হয় স্বাধীনতা শিক্ষক পরিষদের জাতীয় কাউন্সিল।

এসি