ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সবুজ চোখের সেই ‘কিশোরী’কে আশ্রয় দিল ইতালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার | আপডেট: ০৪:৪৪ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার

শরবত গুলা

শরবত গুলা

সবুজ চোখের এক কিশোরী। দু’চোখের তীক্ষ্ণ চাহনিতে ঝরে পড়ছে আগুন। ১৯৮৪ সালে সেই আফগান কিশোরী শরবত গুলার ছবি ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার প্রচ্ছদে ছেপে বেরনোর পরে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিল মেয়েটি। 

চার দশক আগে যুদ্ধদীর্ণ আফগানিস্তানের প্রতীক হয়ে উঠেছিল সেই ছবি। সাম্প্রতিক তালেবান জমানায় আবার ফিরে এসেছে সেই আতঙ্ক। নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়তে মরিয়া আফগানরা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে একই আর্জি জানিয়েছিলেন গুলাও। তার আর্তিতে সাড়া দিয়ে শরণার্থী হিসাবে তাকে আশ্রয় দিল ইতালি সরকার।

প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। গুলার ওই ছবিটি তুলেছিলেন আমেরিকার চিত্রগ্রাহক স্টি‌ভ ম্যাকরি। যুদ্ধক্ষেত্রের আলোকচিত্রী হিসাবে বিশেষ খ্যাতি রয়েছে তার। 

২০০২ সালে ফের গুলাকে খুঁজে পান তিনি। ২০১৪ সালে পাকিস্তানে ফের গুলার সন্ধান মেলে। তবে তার বিরুদ্ধে নথি নকল করে পাকিস্তানে আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। তাকে দেশে ফেরায় পাকিস্তান। এ বার অবশ্য তাকে শরণার্থী হিসাবেই আশ্রয় দিয়েছে ইতালি। সূত্র: আনন্দবাজার

এসি