ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার

দুর্ঘটনা কবলিত সেই বাসটি

দুর্ঘটনা কবলিত সেই বাসটি

মধ্য মেক্সিকোর একটি মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছে আরও ২০ জন। স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে আঘাত হেনে বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেক্সিকো রাজ্যের স্থানীয় একটি ধর্মীয় উপাসনালয়ের দিকেই যাচ্ছিল বাসটি। পথিমধ্যে সান জোসে এল গার্দা নামক স্থানে বাসটির ব্রেক ফেল হয়ে যায়। যদিও রাজ্য কর্তৃপক্ষ এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ প্রকাশ করেনি।

রাজ্যের অভ্যন্তরীণ সহকারী সচিব রিকার্ডো দে লা ক্রুজ মুসালেম বলেছেন, আহতদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের কয়েকজনকে বিমান করেই নিতে হয়েছে।

মেক্সিকো রাজ্যের রেড ক্রস সোসাইটি জানিয়েছে, হতাহতদের উদ্ধারে তাঁদের ১০টি অ্যাম্বুলেন্স ওই এলাকায় ছুটে গেছে। সূত্র- রয়টার্স

এনএস//