ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জনসমাগম সীমিত করার সুপারিশ পরামর্শক কমিটির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর বিস্তার ঠেকাতে ভ্রমণ সতর্কতা জারির পাশাপাশি সব ধরনের সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (২৮ নভেম্বর) কমিটির সভায় বিশদ আলোচনার পর এই পরামর্শ দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরামর্শক কমিটি বলছে, ‘ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’  হিসেবে ঘোষণা করেছে। এর বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ, দক্ষিণ আফ্রিকাসহ জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড থেকে যাত্রী আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের প্রতিটি প্রবেশ পথে স্ক্রিনিং-পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হল।’

এছাড়া পরামর্শক কমিটির অন্যান্য সুপারিশের মধ্যে আছে, কোনও ব্যক্তির এসব দেশে ভ্রমণের বিগত ১৪ দিনের ইতিহাস থাকলে তাদের বাংলাদেশে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড পজিটিভ হলে আইসোলেশন করতে হবে।

কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘পৃথিবীর বেশ কিছু দেশে ওমিক্রন ছড়িয়ে গেছে, সেই হিসেবে আমাদের মনে হয় বাংলাদেশেও এ বিষয়ে প্রস্তুতির ব্যাপার আছে। পৃথিবীর অনেক দেশ সাউথ আফ্রিকাসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে, আমরা মনে করি আমাদেরও এখন সেটি করা উচিত।’

এসি