ফেব্রুয়ারীতে রংপুর স্টেডিয়ামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
রংপুর স্টেডিয়ামে আয়োজিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেল স্মরণে আগামী ফ্রেব্রুয়ারী ২০২২ এ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
রংপুর জেলা ফুটবল ফেডারেশন এর প্রেসিডেন্ট, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট, টানা ৩য় বারের মত নির্বাচিত সেরা করদাতা রংপুর জোন সিআইপি মঞ্জুর আহমেদ আজাদ এই ঘোষণা দেন। উক্ত খেলার সম্পূর্ণ ব্যায়ভার একক ভাবে বহন করার অঙ্গীকার পোষন করেন তিনি।
এ ব্যাপারে শেখ রাসেল জাতীয় পরিষদ এর কেন্দ্রীয় মহাসচিব কে এম শহীদুল্লাহ সহ রংপুর জেলা-মহানগর প্রশাসন, জেলা-মহানগর আওয়ামী লীগ এর ব্যক্তিবর্গ, অঙ্গসংগঠন সহ আপামার খেলাপ্রেমী জনতাকে পাশে থেকে টুর্নামেন্ট টি সফল করার আহবান জানান।
উল্লেখ্য রংপুর-এ আজ অবধি আয়োজিত ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে ‘খবীর উদ্দিন আহমেদ স্মৃতি গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট ইতিপূর্বে ছিল সবচেয়ে বড় আয়োজন (তার বাবার নামে), বর্তমানে যা
‘শেখা রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট রংপুর ২০২২’ নামে পরিচালিত হবে। উক্ত টুর্নামেণ্ট এর প্রথম পুরস্কার হিসেবে ৪ লক্ষ টাকা, ২য় পুরস্কার হিসেবে ২ লক্ষ টাকা দেয়ার ঘোষণা দেন সিআইপি মঞ্জুর আহমেদ আজাদ।
এছাড়াও তিনি বলেন, টুর্নামেন্ট এর সকল খেলা ও খেলা সম্পর্কিত যাবতীয় কার্যক্রম বাফুফের নিয়ম নীতি অনুসরণ করার পাশাপাশি সম্পূর্ণ একক ব্যয়ে পরিচালিত হবে।
এসি