ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

জয়ের পথে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২০২ রান। কিন্তু টাইগারদের নির্বিষ বোলিং পাকিস্তানের ওপেনিং জুটিতে কোনো ধরনের চিড় ধরাতে পারেনি। চতুর্থ দিন দেড় সেশন ব্যাটিং করে ১০৯ রান তুলে ফেলে সফরকারীরা। মঙ্গলবার পঞ্চম দিন খেলা শুরু হয়েছে। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন মাত্র ৯৩ রান। পাক দুই ওপেনার আবিদ-শফিক মিলে শুরু করেন পঞ্চম দিনের খেলা।

জয় থেকে ৫১ রান দূরে থেকে শফিককে হারায় পাকিস্তান। মিরাজের ঘূর্ণিতে এলবিডব্লিউ হলে ব্যাক্তিগত ৭৩ রানে রিভিউ নেন শফিক। আম্পায়ারস কলে ফিরতেই হয় তাকে।

অতিমানবীয় কিছু না হলে এই ম্যাচে হার এড়ানোর উপায় নেই বাংলাদেশের। আর অল্প সময়ের মধ্যেই হার দেখবে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের জন্য পাকিস্তানের দরকার মাত্র ৩৪ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের ধৈর্যের পরীক্ষাটা ভালোভাবেই নিয়েছিলেন আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের দুই ওপেনার দ্বিতীয় ইনিংসেও রীতিমত বাধার দেয়াল হয়ে দাঁড়ায়।
এসএ/