ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন দ্রুত ছড়ানোর শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৭ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার | আপডেট: ০১:৫২ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

করোনার নতুন ধরন ওমিক্রনের কারনে দক্ষিণ আফ্রিকায় চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। 

শীর্ষস্থানীয় একজন ভাইরাসবিদ এ বিষয়ে সতর্ক করেছেন।

দেশটির স্বাস্থ্য পর্যবেক্ষকরা রোববার ২ হাজার ৮শ’রও বেশি নতুন শনাক্তের খবর জানিয়েছেন, যা আগের সপ্তাহে গড়ে ছিল পাঁচশ। এর আগের সপ্তাহে ২৭৫ জন সংক্রমিত হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে সেলিম আবদুল করিম বলেন, “আমরা সংক্রমণ তীব্র হওয়ার আশংকা করছি। সপ্তাহান্তে দৈনিক সংক্রমণ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।”
 
এদিকে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরাও তীব্র সংক্রামক করোনার নতুন ধরনের ঘোষণা দিয়েছেন। 

তবে স্বাস্থ্য মন্ত্রী জো ফালা বলেছেন, “একেবারেই আতংকিত হওয়ার কিছু নেই।”

গত ডিসেম্বরের বেটা ধরনের উল্লেখ করে তিনি বলেন, “আমরা আগেও এ ধরনের সংক্রমণ দেখেছি।”

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৯ হাজার ৭৯৭ জন।
এসএ/