ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গাজীপুরে নীটওয়্যার কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় রিপন নীটওয়্যার নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোনাবাড়ির জরুন এলাকায় রিপন নীটওয়্যার কারখানার ফেব্রিক্সের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতায় জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের আরও চারটি ইউনিট সম্পৃক্ত হয়। 

তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক।  

জানা যায়, ৫ তলা কারখানার নীচ তলায় ফেব্রিক্সের গুদামে হঠাৎ আগুন লাগে। তা দেখে কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসে।

এএইচ/