কোম্পানীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আলী ওরফে শিপন ও পরিমল।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে দুই আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ড থেকে চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেআই//