স্ট্রোকে এইচএসি পরীক্ষার্থী আঁখির মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ১১:১০ এএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
মারিয়া সুলতানা আঁখি এবার এইচএসি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হতে আর মাত্র একদিন বাকি। এরই মধ্যেই সোমবার রাতে স্ট্রোক করে আঁখির মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোক নেমে এসেছে।
আঁখি চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের শোশালিয়া গ্রামের নির্মাণশ্রমিক আলা উদ্দিনের মেয়ে। সোমপাড়া মহাবিদ্যালয় থেকে ২ ডিসেম্বর শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
আঁখির চাচা লিটন মিয়া জানান, পরীক্ষার প্রস্তুতি হিসেবে সে রাত জেগে পড়াশোনা করত। সোমবার রাত ২টার দিকে পরিবারের সদস্যরা দেখতে পায় আঁখি বাড়ির টিউবওয়েলের পাশে পড়ে আছে। তারপর তাকে চাটখিলের নোমান হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।
সোমপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহিউদ্দিন আঁখির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মাত্র একদিন আগে কলেজে তাদের বিদায় অনুষ্ঠান হলো। সেখানে সেও ছিল। কে জানত এই বিদায়ই তার শেষ বিদায়।
এএইচ/