ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দ্বিতীয় সেশনে আজহার-বাবরের দাপট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখালেন পাকিস্তানের দুই ব্যাটার আজহার আলি ও অধিনায়ক বাবর আজম। এতে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। 

৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলে চা-বিরতিতে পাকিস্তান। আজহার ৩৬ ও বাবর ৬০ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে ১৯২ বলে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গড়েন আজহার ও আবিদ। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। 

পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন। ৭০ রানের মধ্যে দুই ওপেনারকে বিদায় করেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। আবিদ-শফিককে বোল্ড করেন তাইজুল। 

২টি চার ও ১টি ছক্কায় ৫০ বলে ২৫ রান করেন শফিক। ৬টি চারে ৮১ বলে ৩৯ রান করে ফিরেন আবিদ। বাংলাদেশের তাইজুল ১৭ ওভার বল করে ৪৯ রানে ২ উইকেট নেন। 
এসএ/