ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

শেখ মনির জন্মদিনে দক্ষিণ যুবলীগের কুরআন খতম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিনে তার রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম, বিশেষ দোয়া ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

শনিবার (৪ ডিসেম্বর) দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নিজ উদ্যোগে পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় বাদ ফজর এ আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন। এর পূর্বে মাদরাসা অধ্যায়নরত কোরআনে হাফেজ দ্বারা পবিত্র কুরআনের খতম করানো হয়। মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ২০০ শিক্ষার্থীর জন্য ৩ বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়।

দোয়া-মুনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী রাস্ট্রনায়ক শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্বাস্থ্য -দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদদের জন্যও মাগফেরাত কামনা করা হয়। 

দোয়া ও মুনাজাতের পূর্বে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, শেখ ফজলুল হক মনি বাংলার অন্যতম চিন্তানায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান অনন্য। মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। স্বাধীনতাত্তোর যুব সমাজকে আলোর পথে ফেরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগের প্রতিষ্ঠা করেন। তিনি রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এসি