ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

পানির পাইপ খুলতেই বেরিয়ে এল সাপ, পোকা! 

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার

ভারতের পশ্চিমবঙ্গেড়র বাঁকুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙা এলাকায় পৌরসভার পানির পাইপ মেরামতের জন্য খুলতেই সেখান থেকে বেরিয়ে এসেছে সাপ, পোকা-মাকড়। 

গত কয়েক দিন ধরে পানি ছিলো না পৌরসভার সরবরাহ করা পানির কলে। সেখানকার বাসিন্দারা জানান, এ নিয়ে বার বার অভিযোগ করেও কোনও উপায় হয়নি।

তাই শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা নিজেরাই পাইপ লাইন খুলে মেরামত করার চেষ্টা করেন। 

এ সময় পাইপের লাইন খুলতেই বেরিয়ে এসেছে সাপ, মাছ, ব্যাঙ ও পোকামাকড়। তাতেই আতঙ্কে বাঁকুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙা এলাকার বাসিন্দারা। 

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এ দিকে এ ঘটনার পর থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী।  

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি