ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

৫ দিন ধরে নিখোঁজ ফাতেমা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাতেমা আক্তার

ফাতেমা আক্তার

মিরসরাই উপজেলার ১২নং খৈইয়াছরা ইউনিয়নের ফকিরটোলা গ্রামের ফাতেমা আক্তার (১৮) নামের এক মেয়ে গত ৫ দিন ধরে নিখোঁজ। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছে না পরিবার। 

এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ফাতেমা আক্তারের স্বামী মো. আজাদ। ডায়েরি নং-৭৬।

থানায় দায়েরকৃত ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর সকালে জোরারগঞ্জ থানার বিএসআরএম এলাকার স্বামীর ভাড়াবাসা থেকে একই ফাতেমা আক্তারের মামার বাড়ির উদ্দেশ্যে অটোরিক্সাযোগে বের হয়ে হলে আর ফিরে আসেননি। 

নিখোঁজ ফাতেমা আক্তার স্বামী আজাদ জানান, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি। নিখোঁজের সময় তার গায়ে ছিলো প্রিন্টের নীল রংয়ের থ্রিপিছ ও কালো রোরকা। সে মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে।

ফাতেমা আক্তার উপজেলার খৈইয়াছরা ইউনিয়নের ফকিরটোলা গ্রামের মো. খোকনের মেয়ে। 

এএইচ/