ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ইরাকে আইএসের হামলায় নিহত ৫

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১২:০১ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার

ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় চার কুর্দি সদস্য ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন।

স্থানীয় সময় রোববার কারা সালেম গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

কুর্দি বাহিনীর পক্ষ থেকে এব বিবৃতিতে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা স্পষ্ট করা হয়নি।

এর আগে ২৮ নভেম্বর ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর আরও পাঁচ সদস্য নিহত হয়েছিলেন। আইএসের সঙ্গে সম্পৃক্তরা এ হামলা চালিয়েছে বলে পরে জানানো হয়েছিল।

কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় গোষ্ঠীটি। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়। 

বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে, যারা আইএস জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলায় দেশটির নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছে।

সূত্র: রয়টার্স

এসবি