ভোলায় দুই ফিশিংবোটের সংঘর্ষে ১৩ জেলে নিখোঁজ
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার
ভোলার বঙ্গোপসাগর মোহনায় দুই ফিশিংবোটের মুখোমুখি সংঘর্ষে একটি ফিশিংবোট ডুবির ঘটনা ঘটেছে। সোমবার ভোরের দিকের এই ঘটনায় ডুবে যাওয়া ফিশিংবোটে থাকা ২১ জেলের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন।
উদ্ধারকৃত ও নিখোঁজ জেলেরা সবাই ভোলা সদর উপজেলার ইলিশ ইউনিয়ন ও চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর, নুরাবাদ এবং আহম্মেদপুর ইউনিয়নের বাসিন্দা।
আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল এমরান প্রিন্স জানান, ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামাল খনকারের একটি ফিশিংবোট নিয়ে রোববার (৫ ডিসেম্বর) বিকেলে বাচ্চু মাঝির নেতৃত্বে ২১ জন জেলে আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শিবা গ্রাম থেকে সাগর মোহনার উদ্দেশ্যে রওনা হয়। আজ (সোমবার) ভোরের দিকে ঢালচর ইউনিয়নের দক্ষিণে সাগর মোহনায় অপর একটি ফিশিংবোটের ধাক্কায় মা শামসুন্নাহার নামের ওই ফিশিংবোটটি ডুবে যায়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, চট্টগ্রামের একটি ট্রলিং ফিশিংবোটের ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। তিনি আরও জানান, তাঁদের ডুবে যাওয়া ফিশিংবোটের পাশ দিয়ে অন্য আরেকটি ফিশিংবোট যাওয়ার সময় ৮ জনকে জীবিত উদ্ধার কর। তবে এখনও ১৩ জন জেলে নিখোঁজ রয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান জানান, নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।
এনএস//