ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

ঢাকা সিএমএইচ এ অনন্ত সমরে ভাস্কর্য এবং অন্যান্য স্থাপনা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন এবং নবনির্মিত অনন্ত সমরে ভাস্কর্যসহ নতুন চারটি স্থাপনা উদ্বোধন করেন।

নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে এ্যানেস্থেসিয়া বহির্বিভাগ ও চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লীপ ল্যাব।

আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়। 

১৯৭১ সালের গৌরবান্বিত মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনা অতিমারীর সময় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সদস্যদের সংস্কৃতিকে চির স্বরণীয় করে রাখার জন্য সিএমএইচ ঢাকায় অনন্ত সমরে ভাষ্কর্যটি নির্মাণ করা হয়েছে।

নতুন এ্যানেস্থেসিয়া বহির্বিভাগে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পর্যবেক্ষণ কক্ষ এবং বেশ কয়েকটি অপেক্ষাগার যা রোগীদের অস্ত্রপচার পূর্ববর্তী এ্যানেস্থেসিয়া চেক আপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। 

সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সশস্ত্র বাহিনীর একটি টারশিয়ারী লেভেল রেফারেল এবং ট্রেনিং হাসপাতাল যেখানে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে নতুন এই এ্যানেস্থেসিয়া বিভাগ প্রতিস্থাপন নিঃসন্দেহে একটি যুগোপযোগী সিদ্ধান্ত। চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র প্রতিস্থাপনের সাথে অত্র হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসা সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। 

এই বিভাগ প্রতিস্থাপনের মাধ্যমে চক্ষু বিষয়ক জটিল এবং উন্নত চিকিৎসা সেবা যেমন, ‘লেজার রিফ্লাকটিভ সার্জারী’ ও অন্যান্য লেজার সার্জারী করাসহ সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।

এছাড়াও, অত্র হাসপাতালে স্লীপ ল্যাব প্রতিস্থাপন করা হয়েছে। এই স্লীপ ল্যাব সিএমএইচ ঢাকার একটি নতুন সংযোজনকৃত প্রকল্প যার মাধ্যমে ‘স্লীপ ডিস অর্ডার’ এর মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় এবং এর উন্নত চিকিৎসা সেবা প্রদানে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

এসি