ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ক্ষমা চাইলেন মুরাদ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৯:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

কুরুচিপূর্ণ ফোনালাপের জন্য ক্ষমা চাইলেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। যেখানে লেখেন "আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও বলেন তিনি। 

বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।"

এর আগে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইমেইল করে নিজের দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পদত্যাগের জন্য মুরাদ হাসান ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন।

জানা গেছে, প্রতিমন্ত্রী মুরাদ হাসান চট্টগ্রামে অবস্থান করায় মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি তার পক্ষে পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে তার পদত্যাগপত্র ইমেলের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

এর আগে সোমবার অশালীন, শিষ্টাচারবর্জিত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রীকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসবি