কাফনের কাপড় পরে প্রতীক আনতে গিয়ে হামলার শিকার প্রার্থী
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৭:০০ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আলাউদ্দিন সরদার কাফনের কাপর গায়ে জড়িয়ে প্রতীক আনতে গেলে পথে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় কমপক্ষে ২৪ জন আহত ও ১০টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলা সড়কে এ হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী মোঃ আলাউদ্দিন সরদার জানান, তিনি মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে আওয়ামী লীগ প্রার্থী মোঃ নাগর হাওলাদারের সমর্থকরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এজন্য তিনি মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন প্রতীক আনতে কাফনের কাপড় পরে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে উপজেলার কাছাকাছি এলাকায় আসলে তাঁর সমর্থকদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালায় ও মোটরসাইকেল ভাংচুর করে। এসময় ২৪ জন আহত ও ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদার এই ঘটনার বিচার চেয়ে সুষ্ঠু নির্বাচনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।
বোরহানউদ্দিন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ জানান, এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মৌখিতভাবে বলেছে, কিন্তু লিখিতভাবে কোনও অভিযোগ দেয়নি।
এনএস//