ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

পটুয়াখালী হানাদার মুক্ত দিবসে বিজয় উৎসব শুরু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২ এএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৮ ডিসেম্বর পটুয়াখালী পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত দুই দিনব্যাপী মুক্তির বিজয় উৎসব শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন তিন জন মুক্তিযোদ্ধা।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মানস কান্তি দত্ত, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাদল ব্যানার্জী ও সাংস্কৃতিক সংগঠন সুন্দরম সভাপতি প্রফেসর এম নুরুল ইসলাম।

৮ ডিসেম্বর এই বিজয় উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। রয়েছে মুক্তিযুদ্ধ নির্ভর মঞ্চনাটক।
এসএ/