ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৪:৪২ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

কক্সবাজারের মহেশখালীতে দেশিয় তৈরি অস্ত্রসহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় দেশিয় তৈরি অস্ত্র, গুলি ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

আটক শফি আলম প্রকাশ টোনাইয়া (৩৫) ফকিরজুম পাড়ার মৃত বদিউল আলমের পুত্র। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল হাই সত্যতা অভিযানের নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী-কুতুবদিয়ার এএসপি সার্কেল জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ফকিরজুমপাড়ার ভান্ডারজিরি নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করি। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-চারটি দেশিয় তৈরি লম্বা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও চারটি কিরিচ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জানান, আটককৃতের পরবর্তী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেআই//