ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নরসিংদীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৪ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

নরসিংদীতে স্ত্রী বিলকিস হত্যা মামলায় স্বামী নাহিদ হোসেন (৩৬) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত নাহিদ হোসেন পাবনা জেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের ছাদু মিয়ার ছেলে। সে নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার আবুল হাসিমের মেয়ে বিলকিস বেগমকে বিয়ে করে আমিরগঞ্জ গ্রামে বসবাস করতেন।  

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ দণ্ডাদেশ প্রদান করেন। 

নরসিংদী আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯ মার্চ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ সরকারি কমিউনিটি ক্লিনিকের একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিলকিস বেগমের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা করার পর ২০১২ সালে পুলিশ নিহত বিলকিসের পলাতক স্বামী নাহিদ হোসেনকে পাবনা থেকে গ্রেপ্তার করে। দীর্ঘ ১০ বছর পর আদালত ১৪ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে নাহিদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসএ/