ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

ব্ল্যাকওয়াটার প্রধানের সঙ্গে আফগান গেরিলার বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১২:২১ এএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বেসরকারি মার্কিন নিরাপত্তা সংস্থা ব্ল্যাকওয়াটার প্রধান এরিক প্রিন্সের সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের সাবেক গেরিলা কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। তাদের মধ্যকার ওই বৈঠকটি গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। 

আফগান বার্তা সংস্থা খামা প্রেস বিষয়টি নিশ্চিত করলেও তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ব্ল্যাকওয়াটার হল যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা, যারা চুক্তির ভিত্তিতে বিদেশে মার্কিন কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরপত্তা দিয়ে থাকে। খামা প্রেস জানিয়েছে, কাবুল দখলের পর তালেবানের হাতে পাঞ্জশির প্রদেশেরও পতন হলে আহমদ মাসুদ আফগানিস্তান থেকে পালিয়ে যান।

কাবুলের উত্তরের প্রদেশ পাঞ্জশির। যারা বরাবরই তালেবান বিরোধী। এর আগে নব্বই এর দশকে তালেবান যখন প্রথম মেয়াদে আফগানিস্তানের ক্ষমতায় আসে, তখনও পাঞ্জশির নিজেদের প্রতিরোধ অব্যহত রেখেছিল। সেই থেকেই এটি তালেবান বিরোধী ফ্রন্ট হিসেবে পরিচিত পায়। আহমাদ শাহ মাসুদ উপত্যকাকে তালেবানদের হাত থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি 'আল্লাহ, ন্যায়বিচার এবং স্বাধীনতা'র জন্য তার প্রতিরোধ কখনই বন্ধ করবেন না।

এসি