ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বিশ্বসেরাদের তালিকায় হাবিপ্রবির ১৪ গবেষক

মো: তানভির আহমেদ

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ০৪:৪৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি (আলপার-ডগার) সায়েন্টিফিক ইনডেক্স-২০২২ এ স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ১৪ জন গবেষক।

ডিসেম্বর মাসে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৪২টি প্রতিষ্ঠানের ৭ লাখ ১০ হাজার ৪৯৬ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের এক হাজার ৮৪৯ জন গবেষক স্থান পেয়েছেন।

এই তালিকায় স্থান পাওয়া হাবিপ্রবির গবেষকরা হলেন- ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রেসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মারুফ আহমেদ, এনিমেল প্রোডাকশন ক্যাটাগরিতে জেনারেল এ্যানিমেল সাইন্স অ্যান্ড নিউট্রিসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উম্মে ছালমা এবং একই ক্যাটাগরিতে জেনেটিক্স অ্যান্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল গাফফার মিয়া, এনজাইমোলোজি, মাইক্রোবাইলোজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্স ক্যাটাগরিতে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল হক, ক্রপ ফিজিলিওজি অ্যান্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার, প্লান্ট প্যাথলোজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মহিদুল ইসলাম, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, একই বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান, ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফেরদৌস মেহেবুব, ডাটা সাইন্স, মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নাদিম, স্পেস প্লাজমা/ফিজিক্স ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: গরিবুল্লাহ শাহ এবং কৃষি ও বন ক্যাটাগরিতে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আফজাল শাহ রয়েছেন এই তালিকায়।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স। উক্ত প্রতিষ্ঠান হতে প্রকাশিত ২০২১ সালের তালিকায় স্থান পেয়েছিলেন হাবিপ্রবির ১৩ গবেষক।
এসএ/