ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ডেনমার্কে ৪ গোয়েন্দা কর্মী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ডেনমার্কের নিরাপত্তা সংস্থা পিইটি বৃহস্পতিবার জানিয়েছে, তারা গোপন নথি ফাঁস করার সন্দেহে ৪ গোয়েন্দা কর্মীকে গ্রেফতার করেছে।

পিইটি এক বিবৃতিতে বলেছে, গ্রেফতারকৃতরা সিকিউরিটি সার্ভিস পিইটি এবং মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস এফএ-এর বর্তমান ও প্রাক্তন কর্মচারী। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। খবর এএফপি’র।

এসব তথ্য কার কাছে পাচার করা হয়েছে বা এসব নথির ধরণ কি পিইটি তা প্রকাশ করেনি। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে চারজনের ১২ বছরের কারাদণ্ড হতে পারে।

পিইটি বলেছে, গোয়েন্দা সংস্থার অত্যন্ত গোপনীয় তথ্য অনুমোদন ছাড়াই, প্রকাশ করায় দণ্ড বিধির ১০৯ (১) ধারা লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বুধবার পুলিশের সহযোগিতায় বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আর কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে পিইটি বলেছে, তদন্ত অব্যাহত রয়েছে।

এসি