জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- স্লোগানকে ধারণ করে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রজাপতি মেলা-২০২১’। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্ত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, ‘কীট-পতঙ্গ এবং জীব বৈচিত্র্য রক্ষার জন্য প্রকৃতি, মানুষ এবং সামাজিক পরিবেশকে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন চিন্তা করতে হবে।’
প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের মেলায় সিরাজগঞ্জের আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মো. হাসমত আলীকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়। নিজ বাড়ির ৫ একর জায়গায় প্রজাপতি সংরক্ষণ ও প্রজননে ভূমিকা রাখার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও প্রজাপতি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমী’কে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়।
মেলার আহবায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতিকে রক্ষা করার জন্য প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে হবে। আগে বাংলাদেশে প্রায় চারশত প্রজাতির প্রজাপতি দেখা গেলেও এখন সে সংখ্যা কমে এসেছে। মানুষ প্রকৃতি মনস্ক হলে পরিবেশ সুরক্ষিত থাকবে, প্রজাপতিও রক্ষিত হবে।’
প্রজাপতি মেলার দিনব্যাপি আয়োজনের মধ্যে ছিলো-শিশু কিশোরদের জন্য প্রজাপ্রতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা। সকল শিশু-কিশোরদের জন্য প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। ছবি দেখে বলতে হবে প্রজাপতির নাম। প্রজাপতি চেনা প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে দু’টি দল অংশগ্রহণ করছে। প্রতি দলে দু’জন ছাত্র-ছাত্রী। সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণে প্রজাপতি ও প্রকৃতি নিয়ে হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল ‘প্রজাপতির ভাবনায় বাংলাদেশ’।
এছাড়াও মেলায় ছিল প্রজাপতি আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন ও প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, চ্যানেল আই-এর পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, মৌসুমী টয়লেট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মাতলুব আখতার প্রমুখ।
এবারের মেলার টাইটেল স্পন্সর হয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও আই ইউ সিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার)। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চ্যানেল আই ও রেডিও ভূমি।
কেআই//