ফেইসবুক প্রোফাইল লক করার উপায়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২০ এএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার | আপডেট: ১১:২৩ এএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
অনেকেই ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের ফেইসবুক প্রোফাইল লক করে রাখেন। এই ফিচার চালু করে রাখলে ফ্রেন্ড লিস্টের বাইরে কোন ব্যক্তি আপনার প্রোফাইলের কোন তথ্য দেখতে পান না। ২০২০ সালের মে মাসে প্রথম এই ফিচার নিয়ে হাজির হয়েছিল সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। শুরুর দিকে নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ফিচার সামনে এলেও পরে পুরুষদের মধ্যেও এই ফিচার জনপ্রিয়তা পায়।
প্রোফাইল লক করে রাখলে একদিকে যেমন প্রোফাইল ছবি, কভার ছবি, স্টোরি ও প্রোফাইলের অন্যান্য তথ্য সুরক্ষিত থাকে, একই সঙ্গে প্রোফাইলের পাবলিক পোস্টগুলি আর পাবলিক থাকে না। পাশাপাশি এই ফিচার এনেবেল করলে আর কেউ ফেসবুক ব্যবহার করে আপনার উপরে নজরদারি করতে পারবেন না।
ফেইসবুকের এই প্রোফাইল লক করার কাজটি মোবাইল অ্যাপ অথবা ব্রাউজার থেকে করা সম্ভব। তবে কম্পিউটার থেকে প্রোফাইল লক করার সুবিধা না থাকলেও বিশেষ উপায়ে সেই কাজ করা সম্ভব।
শুরুতেই দেখে নেই মোবাইল অ্যাপের মাধ্যমে ফেইবুক প্রোফাইল লক করবেন কীভাবে?
স্টেপ ১>ফেসবুক অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২>এবার নিজের প্রোফাইলের উপরে ট্যাপ করুন।
স্টেপ > "অ্যাড টু স্টোরি” অপশনের পাশে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
স্টেপ ৪>এখানে "লক প্রোফাইল" অপশন দেখতে পাবেন। এই অপশনে ট্যাপ করুন।
স্টেপ ৫>পরের পেজে প্রোফাইল লকের বিষয়ে একটি বিবরণ দেবে ফেইসবুক। নিচের দিকে গিয়ে "লক প্রোফাইল” অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৬>এবার পপ আপ মেসেজে "ইউ লকড ইওর প্রোফাইল” অপশন সিলেক্ট করুন। তারপর "ওকে” সিলেক্ট করুন।
কম্পিউটার থেকে ফেসবুক প্রোফাইল লক করবেন কীভাবে?
স্টেপ ১>ব্রাউজারে ফেইসবুক ওপেন করুন
স্টেপ ২>নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন
স্টেপ ৩>এবার প্রোফাইলে ক্লিক করুন
স্টেপ ৪>এবার স্টোরি অ্যাড করা ও প্রোফাইল এডিট করার থ্রি ডট মেনুতে ক্লিক করুন
স্টেপ ৫>এবার "লক প্রোফাইল” অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করুন
স্টেপ ৬>কীভাবে এই ফিচার কাজ করবে তা পরের পেজে জানতে পারবেন
স্টেপ ৭। নিচে "লক ইওর প্রোফাইল” অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন
স্টেপ ৮>এবার "লক ইওর প্রোফাইল” পপ আপ উইন্ডোতে "ওকে” সিলেক্ট করুন
সূত্র: বোল্ডস্কাই
এমএম/এসবি