ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

জেদ্দা কনস্যুলেটে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের  উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার | আপডেট: ১১:৪২ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে।

১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেদ্দাস্থ কনস্যুলেট প্রাঙ্গনে শুভ উদ্বোধন করেন কনসাল জেনারেল নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।  

উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে সৌদিআরব পশ্চিমাঞ্চল থেকে ২৩টি দল অংশগ্রহণ করেন। আগামি ১৬ ডিসেম্ভর মহান বিজয় দিবসে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হবে। 

খেলা শুরুর পূর্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ ছাড়া জাতীয় সংগীত পরিবেশনা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
কেআই//