ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

এ মাসের শেষে আসছে শৈত্যপ্রবাহ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮ এএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার | আপডেট: ১১:৪২ এএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার

প্রকৃতিতে এখন সকাল-সন্ধ্যা হালকা শীতল বাতাস বইছে। তার মাঝে মৃদু রোদ শীতের কথা মনে করিয়ে দিচ্ছে। তবে এখনও শীতের প্রকৃত রূপের দেখা মেলেনি। যদিও হালকা গরম কাপড়ে শীতকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন সবাই। আর তিন দিন পড়ে বিদায় নেবে হেমন্তকাল। আসবে পৌষ মাস। এ মাসেই শীতের আনুষ্ঠানিক যাত্রা শুরু। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি মাসের আগামী দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। ডিসেম্বরের শেষ দিকে শীত খানিকটা তীব্র হতে পারে। কারণ, তখন দেশের কিছু এলাকায় দুটো শৈত্যপ্রবাহ বয়ে যাবে। 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সে.) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। নদী অববাহিকাগুলোতে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে। দিনে ৫ থেকে ৬ ঘণ্টা রোদ থাকতে পারে।
এসএ/