শার্শায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১২ ডিসেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’পালন করা হয়। উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার ওসি বদরুল আলম খান, আইসিটি কর্মকর্তা আহসান কবির প্রমুখ।
বক্তাগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন বিষয় ভাল ভাবে জেনে, সত্যতা যাচাই করে শেয়ার করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
কেআই//