৯৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার
আউটসোর্সিংয়ে অবদানের জন্য ৯৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। শনিবার ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস অডিটরিয়ামে বিজয়ীদের হাতে সপ্তম বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ তুলে দেওয়া হয়।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১-এর উপদেষ্টা ও বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, অ্যাওয়ার্ডের প্রধান বিচারক ও বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাওলি, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।
জুনাইদ আহেমদ পলক বলেন, ফ্রিল্যান্সারদের এমনভাবে উৎসাহী করতে হবে যাতে তাদের দেখে আগামী প্রজন্ম উৎসাহিত হয়। তাদের অর্থায়নে ব্যাংকগুলোকে আলাদা উদ্যোগ নিতে হবে। সরকার ২০২৫ সালের মধ্যে অন্তত এক লাখ ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চায়। এ জন্য তিনি বেসিসসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
কেআই//