নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
সারাদেশের মতো নাটোরেও পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কালেক্টরেট ভবন চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রফেসর অলোক মৈত্র, সাংবাদিক ফারাজি আহমেদ রফিক বাবন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, দেশকে মেধাশূণ্য করতেই পাকহানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেসব বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে সেই প্রেরণা গ্রহণ করে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে দেশকে এগিয়ে নেওয়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, ইউনাইটেড প্রেসক্লাব, নাটোর প্রেসক্লাব, আইনজীবী সমিতি, ইংগিত থিয়েটারসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, মোমবাতি প্রজ্জলনসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
এএইচ/