শ্রীলঙ্কা ও মালদ্বীপ গেল যুদ্ধজাহাজ আবু উবাইদাহ্
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
সামরিক প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপের উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ্’।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় মোংলা নৌঘাঁটি ত্যাগ করে জাহাজটি।
এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এ এ মামুন চৌধুরী ও নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা এবং নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ও দু’শতাধিক নৌসদস্য নিয়ে যাত্রা করা বানৌজা আবু উবাইদাহ্ পাড়ি দেবে প্রায় ৪০০০ নটিক্যাল মাইল বা প্রায় ৭৫০০ কিমি সমুদ্র পথ। জাহাজটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুজ্জান।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে নৌ বাহিনী।
সফর শেষে আগামী ৫ জানুয়ারি জাহাজটির দেশে ফেরার কথা রয়েছে।
এএইচ/