হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে আগ্রহী ২৮৯
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৭ এএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
বাংলাদেশ ছাত্রলীগের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ২৮৯ জন প্রার্থী। সোমবার (১৩ ডিসেম্বর) হাবিপ্রবির শেখ রাসেল হল মাঠে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত সিভি জমা দেন পদপ্রত্যাশীরা।
এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আগমণ উপলক্ষ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান মুখরিত ক্যাম্পাসে ফুলের মালা দিয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেয় হাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মীবৃন্দ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে হাবিপ্রবিতে আসেন কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হীল বারী ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।
কমিটির ব্যাপারে জানতে চাইলে উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জানান, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ সিভি জমা দিয়েছেন। ছাত্রলীগ হচ্ছে ছাত্রদের সংগঠন। যাদের ছাত্রত্ব নেই, ক্যাম্পাসে ইমেজ পরিচ্ছন্ন নয় বা যাদের নামে মামলা রয়েছে এসব বিষয় আমরা গুরুত্বের সাথে দেখবো।
কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হীল বারী বলেন, হাবিপ্রবিতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মেয়েদের থেকে ১০ জনের মতো সিভি জমা দিয়েছেন বাকি ২৭৯ জন ছেলে প্রার্থী। অতীতে এতোদিন ক্যাম্পাসে কি হয়েছে না হয়েছে সেদিকে লক্ষ্য না রেখে আমরা সামনের দিনে একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই যাতে করে বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা কাজ করে।
কবে নাগাদ কমিটি আসতে পারে জানতে চাইলে কেন্দ্র থেকে আগত দুজন বলেন, 'আগামী ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বেই কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে দ্রুত কমিটি দিতে চাই। পরিচ্ছন্ন ইমেজের যোগ্য ছাত্রনেতা উপহার দিতে আমরা স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে তথ্য সংগ্রহ করবো পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সহযোগিতা আমরা নিবো'।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাবিপ্রবি ছাত্রলীগের পূর্বের কমিটি প্রায় ১১ বছর পর বিলুপ্ত ঘোষণা করে সভাপতি-সাধারণ সম্পাদক পদে সিভি চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
কেআই//