৭ গোলে লিডসকে উড়িয়ে শীর্ষে সিটি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৯ এএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে শিরোপা প্রত্যাশীরা। এই জয়ে সবার উপরে ম্যান সিটি।
মঙ্গলবার রাতে ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ এবং কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত গোলে বিরতির আগে এগিয়ে ছিল সিটি। দ্বিতীয়ার্থে আরও ৪ গোল দিল তারা।
ম্যাচের ৩২ ও ৬২তম মিনিটে গোল দুটি করেন ডি ব্রুইনে। এর আগে ৮ মিনিটে সিটির হয়ে গোলের শুরুটা করেন ফোডেন। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রেলিশ।
এরপর ৪৯তম মিনিটে মাহরেজ, ৭৪তম মিনিটে স্টোনেস ও ৭৮তম মিনিটে বেঞ্জামিন বাকি তিন গোল করেন।
এই জয়ে ১৭ খেলায় ৪১ পয়েন্ট অর্জন করে সবার উপড়ে আছে ম্যান সিটি। আর সমান ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে লিডস ইউনাইটেড।
এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
এএইচ/