ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০২:০০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

দেশের উত্তরাঞ্চলে বাড়তে শুরু করেছে শীতের দাপট। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা গেলো পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এই ক'দিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে কুয়াশার পরিমাণ কম থাকায় ঝলমলে রোদের দেখা মিলছে।

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গত ১১ ডিসেম্বর থেকে শুরু করে বুধবার পর্যন্ত তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈতপ্রবাহ বয়ে যায়। তবে তা ৪৮ ঘণ্টা বা তার বেশি সময় স্থায়ী না হলে তাকে মৃদু শৈতপ্রবাহ বলা যায় না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আসছে সপ্তাহে মৃদু শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে। 

এসবি/