ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাবি ছাত্রীর মৃত্যু, শ্বশুর-শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় ডিএমপির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, মেঘলার বাবা গত রাতে বাদী হয়ে হত্যা মামলাটি করেন। আসামিরা হলেন- মেঘলার স্বামী ইফতেখার আবেদীন, শ্বশুর ও শাশুড়ি। 

এ ঘটনায় মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মেঘলা স্বামীর সঙ্গে বনানীর ৪৬ নম্বর রোডের এল ব্লকে বসবাস করতেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই বাসায় মেঘলার মৃত্যু হয়।

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বললেও মেঘলার পরিবার একে হত্যা বলছেন।

এএইচ/