ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

কোভিডে আরও ৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। রোগী শনাক্ত হয়েছেন ২৯৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন। 

বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৩১৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৫৩টি। এখন পর্যন্ত এক কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

অধিদফতর আরও জানায়, গত একদিনে রোগী শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে তিন জন পুরুষ এবং নারী একজন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন মারা গেছেন। 

এসি