বঙ্গবন্ধু’র প্রতি ভারতীয় রাষ্ট্রপতির শ্রদ্ধা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আজ বিকেলে বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরে এসে পৌঁছুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা তাকে ম্বাগত জানান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর শেখ রেহানা ভারতীয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘরে বিভিন্ন স্থান ঘুরে দেখান। ভারতীয় রাষ্ট্রপতি পরে জাদুঘরে রাখা পরিদর্শন বহিতে হিন্দি ভাষায় তাঁর মন্তব্য লিখেন।- বাসস
এসি