ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ক্যাটের বিয়ের শাড়ি বানাতে ৪০ জন কারিগরের ১৮০০ ঘণ্টা লেগেছে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ক্যাটরিনা বিয়ের প্রতিটি আয়োজনেই ভরসা করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ওপর। প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য এই ব্রিটিশ বলিউড তারকা পরেছিলেন শাড়ি। তবে সেটা ব্রিটিশ ঐতিহ্য মাথায় রেখেই। ‘ভিন্টেজ’ আইডিয়া থেকে অনুপ্রাণিত উৎসবের মুডে বানানো হাল ফ্যাশনের এই শাড়ি পুরোটাই হাতে তৈরি।

ডিজাইনার সব্যসাচী জানিয়েছেন, ‘‘ক্যাটরিনার পরিহিত ফুলেল নকশার শাড়িটি বানাতে অনেক সময় লেগেছে। চল্লিশ জন কারিগর প্রায় ১৮০০ ঘন্টার চেষ্টায় তৈরি করেছেন এই শাড়ি।  কারিগরদের সবাই ছিলো বাঙালি। এই কারিগররা শাড়ির এক একটি ফুল হাতে করে তৈরি করেছেন।’’

জানা যায়, মায়ের ব্রিটিশ ঐতিহ্যকে শ্রদ্ধ জানাতেই এই শাড়িটি পরেছেন ক্যাটরিনা। ফুলের তোড়া হাতে ধরে রাখা ক্যাটের সাথে মানানসই গোলাপি শেরওয়ানিতে নজর কেড়েছেন ভিকি কৌশলও।

গত কিছুদিন ধরেই নেট দুনিয়ায় চর্চিত বিষয় ছিল ক্যাটরিনা-ভিকির বিয়ে । গত ৯ ডিসেম্বর এই জুটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজস্থানের মাধোপুরের সিক্স সেনসেস ফোর্ট বারোয়ারাতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রস
এমএম/এসবি