ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হোটেল কর্মচারী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় মহাসিন হোসেন নামের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার যুগিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  যশোর-সাতক্ষীরা মহাসড়ক পার হতে গিয়ে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা মহাসিন। 

পরে কলারোয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত মহাসিন ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহাসিনকে মৃত ঘোষণা করেন। 

নিহত মহাসিন হোসেন কলারোয়া উপজেলার যুগিবাড়ীতে একটি হোটেলের কর্মচারী ছিলেন।

এমএম/এসবি