ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

টেকনাফে ক্রিস্টাল আইস, ইয়াবা ও অস্ত্রসহ আটক ২ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ ১ জন মায়ানমার নাগরিকসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সকালে টেকনাফ ব্যাটালিয়ন কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি জানতে পারে যে, গত ১৬ ডিসেম্বর গভীর রাতে টেকনাফস্থ দমদমিয়া এলাকার পার্শ্ববর্তী নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ দমদমিয়া বিওপি হতে দুইটি বিশেষ টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

শুক্রবার ভোর রাতে বিজিবি টহলদল দুটির একটি জালিয়ারদ্বীপ এলাকায় একটি হস্তচালিত কাঠের নৌকাকে বাংলাদেশে আসতে দেখে। নৌকাটি জালিয়ার দ্বীপের কাছাকাছি এসে পৌঁছলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে থামানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি’র টহলদল স্পীড বোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে ১ জন তালিকাভূক্ত বাংলাদেশি মানব পাচারকারী এবং ১ জন মিয়ানমার নাগরিকসহ নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। নৌকাটি তল্লাশি করে নৌকাটির ভিতরে পাটাতনের নিচে একটি কম্বলের ভিতরে লুকায়িত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।  আটককৃত আসামীরা হলেন, দ্বীন মোহাম্মদ (৪০) এবং বদি আলম (৩০)। 
        
বিজিবি অধিনায়ক জামান আটকদের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা দেয়ার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক এবং অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেআই//