ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

নারায়ণগঞ্জ বন্দর খালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ০৭:৩১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

নারায়ণগঞ্জের বন্দরে খালে ভাসমান অবস্থায় বাবুল মিয়া (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বন্দর ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের কুশিয়ারা পাইকতালপাড়া খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত বাবুল মিয়া মৃত খাঁজা হোসেন সরদারের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন৷ কখনও রঙ মিস্ত্রি আবার কখনও পোশাক শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন৷

বন্দর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোহাম্মদ মহসিন জানান, বাবুল মিয়া স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছোটভাই। তিনি গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন তার খোঁজ করছিল। আজ দুপুরে তার খালের ভেতর ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে এলাবাসির পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

পুলিশ কর্মকর্তা জানান, নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি থানায় মামলার প্রস্তুতি চলছে। 

বন্দর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম জানান, দুপুরে স্থানীয়রা ওই খালের ভেতর ভাসমান অবস্থায় মরদেহ দেখে আমাকে জানায়। পরে সেখানে গিয়ে দেখি মরদেহটি বাদশার। পরে তার পরিবারের লোকজনকে খবর দেয়ার পর তারা এসে আহাজারি করছে। লাশ পুলিশ নিয়ে গেছে সেখানে গেছেন মৃত্য বাদশার স্বজনরা।
কেআই//