ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎযাপন করেছে এমইএস কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

বর্ণাঢ্য আয়োজনের  মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওমরগণি এমইএস কলেজ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে  জাতীয় পতাকা উত্তোলন ও বি.এন.সি.সি ক্যাডেটদের প্যারেডের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।  এরপর মুজিব মোরালে শিক্ষার্থীদের পথনাটিকা পরিবেশন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সারওয়ার আলম  কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সারওয়ার আলম।

অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মাওলানা ওয়াদুদ। অর্থনীতি বিভাগের প্রভাষক ববি বড়ুয়ার উপস্থাপনায় ও অধ্যক্ষ আ.ন.ম সারওয়ার আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ রেজাউল করিম, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক নুরুল আমিন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খোরশেদ আলম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাহার জুবায়ের, বাংলা বিভাগের অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জেসমিন আক্তার,অধ্যাপক মো. এরশাদ ও প্রধান অফিস সহকারি হারাধন নাথ। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণিত বিভাগের প্রভাষক নন্দিতা বড়ুয়ার পরিচালনায় কলেজের সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনা করে। এতে অংশগ্রহণ করেন শেখ সৌরভ, সানজিদা, নীলিমা ফাতেমা, রানা, জিহাদ, ইফু, পূজা, টুনটুন, আঁখি, মিমি, সাহেদুল, জয়ন্ত, আহমেদ, শিপা, নুসরাত, সাকিবসহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বাংলা বিভাগের প্রভাষক সামিয়া তারান্নম।

অনুষ্ঠান শেষে নগরীর এম.এ আজিজ স্টাডিয়ামে কলেজ সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালি শপথ বাক্য পাঠে অনুষ্ঠানে যোগদান করেন।
কেআই//