ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর গুজবে সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

যুক্তরাষ্ট্রে সহিংস হামলার আতঙ্কে স্কুলগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। টিকটকে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় গোলাগুলি হতে পারে—এমন তথ্য প্রচারের পর এই সতর্কতা জারি করা হয়। যদিও মার্কিন প্রশাসন বলছে, এ ধরনের হামলার হুমকির বিষয়ে গ্রহণযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এএফপির। 

এ নিয়ে তদন্তের পর সত্যতা না পেয়ে ভিডিওগুলো সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে টিকটক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে এমনিতেই স্কুলগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এর মধ্যে টিকটকে হামলা নিয়ে তথ্য প্রচারের পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীর বাবা-মায়েদের সতর্ক করে এবং নিরাপত্তা আরও জোরদার করেছে। এ ছাড়া বেশ কিছু এলাকায় ওই দিনের জন্য স্কুলে পাঠদানও বন্ধ করে দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি টুইটারে বলেছেন, “হোয়াইট হাউস এবং ফেডারেল আইন প্রয়োগকারীরা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত স্কুলগুলোতে সহিংসতার হুমকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

টিকটক বলছে, স্কুলে সম্ভাব্য হামলার আলোচিত ভিডিওগুলো নিয়ে তদন্ত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে তারা। তবে এসব হুমকির সত্যতা পাওয়া যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ, এফবিআই এবং ডিএইচএস (ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি) নিশ্চিত করেছে যে কোন বিশ্বাসযোগ্য হুমকি নেই।

টিকটক বলেছে, “আমরা আমাদের ভুল তথ্য যা নীতি লঙ্ঘন করে এমন বিপদজনক সতর্কতাগুলো সরাতে কাজ করছি। যদি আমরা আমাদের প্ল্যাটফর্মে সহিংসতার প্রচার খুঁজে পাই, আমরা তা সরিয়ে দেব এবং আইন প্রয়োগকারীকে রিপোর্ট করব।”

এফবিআই বলেছে, হুমকিগুলো পরীক্ষা করা হচ্ছে। ডিএইচএস এক টুইটে বলেছে, তার কাছে স্কুলগুলোর জন্য কোনও নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য হুমকি নির্দেশ করে এমন কোনও তথ্য নেই।

শুক্রবার সকালে ওয়াশিংটনের একটি স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়, “এমন তথ্য প্রচার করা হচ্ছে যে আজ স্কুলে হামলার দিন হতে পারে। প্রশাসন এবং ডিসি পুলিশ এ ব্যাপারে খুবই সচেতন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।”

পেনসিলভানিয়ার পেনসবারি স্কুল ডিস্ট্রিক্ট অভিভাবকদের বলেছে, সেখানে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে, যদিও তারা হুমকিকে বিশ্বাসযোগ্য মনে করছেন না।

সাকি বলেন, “আজ যে গুজব উঠেছে তাতে অসংখ্য শিশু এবং তাদের বাবা-মা স্কুলেগুলোতে সহিংসতার ভয়ে রয়েছে। যা অগ্রহণযোগ্য।”

টিকটক স্কুল-বয়সী শিশুদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যমের একটি। যা ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ, ক্ষতিকারক এবং বেআইনি ছোট ছোট ভিডিও পোস্ট করার অনুমতি দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছে।

এই বছরের শুরুর দিকে ভাইরাল “ডিভিয়েস লিক্স” চ্যালেঞ্জ ভিডিওটি শিক্ষার্থীদের স্কুলে বাথরুম ভাঙচুর করতে এবং এর অনুরুপ টিকটক ভিডিও তৈরি করতে উত্সাহিত করেছিল। এর ফলে পুরো দেশের স্কুলগুলোতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে।

সেই সময়ে টিকটক বলেছিল, এই ধরনের আচরণকে নিরুৎসাহিত করতে, ভিডিওগুলো সরাতে ও তাদের বিস্তার কমাতে তারা ব্যবস্থা নিচ্ছে।
সূত্র : রয়র্টাস
আরএমএ/