ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

থাই কারাগারে দাঙ্গা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

করোনাভাইরাসের ক্লাস্টার সংক্রমণ মোকাবেলা নিয়ে বিবাদে থাইল্যান্ডের একটি কারাগারে পর পর দুই দিন দাঙ্গা হয়েছে। এ ঘটনায় কয়েক’শ বন্দী জেলখানাটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় কর্তৃপক্ষ শৃংঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টাকরলে কয়েকজন বন্দী আহত হয়।  

থাই কারাগারগুলোতে উপচে পড়া ভিড় এবং করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কারা সংশোধন বিভাগের হিসাবে দেশটিতে ৮৭ হাজারের বেশী বন্দী করোনা সংক্রমিত হয়েছেন, এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮৫ জনের।

দক্ষিণাঞ্চলীয় একটি জেলে করোনা আক্রান্ত বন্দীদের সরিয়ে নেয়ার দাবিতে ৪০০ বন্দী বৃহস্পতিবার রাত থেকে দাঙ্গায় জড়িয়ে পড়ে। শনিবার ক্ষয়ক্ষতি নিরুপনে কর্মকর্তাদের কারাগারটি পরিদর্শনের কথা রয়েছে। এই কারাগারে ২১০০ বন্দী রয়েছেন, এদের মধ্যে ৩০০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বন্দিরা তাদের স্লিপিং কোয়াটারে আগুন ধরিয়ে দেয়, আগের দিন আরেকটি অগ্নিকান্ডের জন্য ৩১ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের এক মুখপাত্র জানান, তাদের একটি কড়া নিরাপত্তা কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

মুখপাত্র জানান, “দাঙ্গায় কেউ মারা যায়ননি, ১৪ জন বন্দী সামান্য আহত হয়েছেন।” 

এক সরকারী কর্মকর্তা এএফপিকে জানান, “গতরাত থেকে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপন করবেন।”

সংশোধনী বিভাগের হিসাবে থাইল্যান্ডে ২ লাখ ৮১ হাজার ৫৩৫ জন বন্দীর প্রায় ৯৩ শতাংশকে টিকা দেয়া হয়েছে। 
এসএ/